News update
  • UN aid teams plead for access … Gazans shot collecting food     |     
  • June 2026 Polls Deadline, A Defining Moment for Bangladesh     |     
  • UN Envoy Urges Israel to End Strikes, Ease Gaza Starvation     |     
  • 1.5°C Climate Limit Likely to Be Breached by 2029: WMO     |     
  • Election by June next year, Yunus tells Japan’s Taro Aso     |     

খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

আদালত 2025-05-28, 12:46am

illegal-structure-on-an-occupied-canal-d0ca2b55dfd94564677b562703130b351748371586.jpg

Illegal structure on an occupied canal. Perpetrator fined taka 50,000.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় প্রবাহমান খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণে অভিযুক্ত মো. মিলন হোসেন (৪১) কে ৫০; হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) শেষ বিকেলে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এ দণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, সরকারী খাল ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। - গোফরান পলাশ