News update
  • Food prices soar as Israel blocks aid into Gaza     |     
  • Two expats die in Chandpur road accident     |     
  • Palestinians hope Oscar-winning No Other Land brings support     |     
  • Build a humane society without unclaimed dead bodies: Yunus     |     
  • Ensure due process in criminal cases, probe revenge violence     |     

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ৬ মার্চ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-03-04, 10:43am

wrwr42342-d5be68640a6551de04e48855ad9f54e51741063408.jpg




রাজধানীতে নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে। গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার (৩ মার্চ) ধানমন্ডিতে উইমেন এন্টাপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ওয়েব এ মেলার আয়োজন করছে। জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এ মেলা ৬ থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়না ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হবে।

ওয়েবের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু বলেন, এই মেলার মাধ্যমে ওয়েব রজতজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়েছে। এই মেলা আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনাকে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরা হবে।

মেলার বিশেষ আকর্ষণ হলো জুলাই কর্নার বলে উল্লেখ করেন নাসরিন আউয়াল মিন্টু।  তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে এ কর্নার তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে সেই সব নারীর সাহসিকতা ও অবদানকে তুলে ধরা হবে। এ ছাড়া মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের তিন শ শিক্ষার্থীকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওয়েবের সাবেক সভাপতি রেহানা রহমান, সহসভাপতি তাজিমা এইচ মজুমদারসহ ওয়েবের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।আরটিভি