Two persons Atiq ansd Al-Amin arrested in Kalapara on the charge of dacoity._11zon
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রাম থেকে পুলিশের টহল টিমের চেকপোষ্টে এদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. আতিকুর রহমান আতিক (৩৮) ও আল-আমিন হাওলাদার (৩২)। এদের বাড়ী পার্শ্ববর্তী আমতলি উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গামুরবুনিয়া গ্রামে কলাপাড়া থানার এসআই মোজাম্মেলের নেতৃত্বে পুলিশের টহল টিম চেক পোষ্ট বসিয়ে অভিযান কালে সন্দেহজনক গতিবিধি দেখে এদের আটক করে। এসময় দু'টি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা কলাপাড়া থানার বিস্ফোরক আইনের এজাহারভুক্ত আসামী এবং পার্শ্ববর্তী আমতলি ও তালতলি থানার একাধিক চুরি, ডাকাতির ঘটনায় অভিযুক্ত। শুক্রবার বিকেলে পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে।
উপজেলা বিএনপি'র সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, কলাপাড়া-আমতলি উপজেলার সীমান্তবর্তী গ্রামের মানুষ দীর্ঘদিন এদের ভয়ে আতংকিত ছিল। এরা মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত। এদের গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাতিতে অংশ নিতে সংঘবদ্ধ হওয়ার প্রাক্কালে পুলিশের হাতে এরা আটক হয়। আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য এদেরকে রিমান্ডে আনা হবে। - গোফরান পলাশ