News update
  • Dhaka updates noise pollution rules to curb rising sound levels     |     
  • Unpacking COP30’s Politically Charged Belém Package     |     
  • 2 tons of banned plastic bags seized in Faridpur     |     
  • A woman or girl killed every 10 minutes, UN report finds     |     
  • Cracks appear at newly built Secretariat building after quake     |     

কুয়াকাটায় যুবদলের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেল পাঁচ শতাধিক মানুষ

Politics 2025-11-25, 11:10pm

bnp-leader-abm-mosharraf-hossain-addressing-a-medical-camp-organised-by-the-juba-dal-in-kuakata-on-tuesday-341949fa471fd5b6359a735cb6ca2f4d1764090655.jpg

BNP leader ABM Mosharraf Hossain addressing a medical camp organised by the Juba Dal in Kuakata on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় যুবদলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল পাঁচ শতাধিক মানুষ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় কুয়াকাটার অরকা পল্লীতে স্থানীয় যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবায় যুবদলের এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, 'দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি মানবিকতার উজ্জ্বল উদাহরণ থাকবে।'

দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ নানা সমস্যা যাচাই করে চিকিৎসা পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

এসময় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ