News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবসে ফলজ ও বনজ চারা বিতরন

পরিবেশ 2025-06-04, 11:56pm

sapplings-of-timber-and-fruit-bearing-trees-distributed-in-kalapara-on-world-environment-day-9fa5d73bed457ff8d5901086a2bf49d51749059760.jpg

Saplings of timber and fruit bearing trees distributed in Kalapara on World Environment Day



পটুয়াখালী: 'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। 

বুধবার সকল ১০ টায় কুয়াকাটা পৌরসভা এবং বেসরকারী জুন্নয়ন সংস্থা ব্র্যাকের  যৌথ আয়োজনে দিবসটিপিাল উপলক্ষ্যে একটি শোভাযাত্রা  বের করা হয়। কুয়াকাটা মহসড়ক হয়ে  শোভাযাত্রাটি সৈকতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে কুয়াকাটা পৌরসভায় এসে শেষ হয়। এসময় একটি গাছের চারা রোপন করেন কুয়াকাটা পৌর প্রশাসক মো.  ইয়াসীন সাদেক।

পরে কুয়াকাটা পৌরসভা  চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো.  ইয়াসীন সাদেক । কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, শিক্ষক মাঈনুল ইসলাম মান্নান, শিক্ষক শিক্ষার্থী গনমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। - গোফরান পলাশ