
A youngman, Morshed Ali Pappu was awarded jail for a month for creating nuisancde after taking liquer in Kalapara on Tuesday
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দেশী তৈরী মদ পান করে মাতলামি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মোরশেদ আলী পাপ্পু(৩৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেক।
জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বালিয়তলী ইউনিয়নের তুলাতলি গ্রামে মাদকদ্রব্য অ্যালকোহল (মদ) সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা বিনষ্টকরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(৫) ধারায় আ: রাজ্জাক হাওলাদারের ছেলে মোরশেদ আলী পাপ্পুকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ