News update
  • Southeast Asia Floods Kill Over 250, Thousands Displaced     |     
  • Trump Vows to Halt Migration From ‘Third World’ Nations     |     
  • Journos should strengthen themselves to secure rights: Fakhrul     |     
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     

বিয়ে করলেন সংগীতশিল্পী পূজা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-26, 8:50am

e8f2827ee69d32aeeabc103769589e3225e731364920baea-b11ea55c0394947009bee6df8b59b09c1764125454.jpg




সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা আবারও বিয়ে করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিয়ে করেছেন তিনি। পাত্রের নাম শুভংকর সেন; তিনি পেশায় একজন মডেল, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করেন।

বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। পূজা জানান, ‘গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ চাই।’

বাংলাদেশের সংগীত অঙ্গনে বাঁধন সরকার পূজা এক অতি পরিচিত নাম। তার গাওয়া ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে।

পূজার সেসব জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’ ইত্যাদি।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। চার বছর সংসার করার পর, ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।