News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

সেই বৃদ্ধকে ওমরা পালনে টাকা দিচ্ছেন অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-12, 8:16am

83573fb9e72bdce70b97d0bbf1432d0d44d856848bcb02c6-98fc3d7e1d585072ef4af5edeb7fed731749694614.jpg




কোরবানির পশুর হাটে জাল টাকার খপ্পরে পড়া গরু বিক্রেতা রইস উদ্দিনের পাশে দাঁড়ালেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃদ্ধ সে গরু বিক্রেতাকে ওমরা পালনের জন্য নগদ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

এবারের পবিত্র ঈদুল আজহায় পালিত একটি গরু বিক্রির উদ্দেশে রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন। গত ৫ জুন তিনি গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ক্রেতার জাল নোটের জালিয়াতির শিকার হন।

যখন রইস বুঝতে পারেন তার টাকার বান্ডেলে জাল নোট, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। সে মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধের পাশে সহায়তার হাত বাড়ান অপু বিশ্বাসও।

জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠন বৃদ্ধের গরু বিক্রির টাকা অনুদান হিসেবে প্রদান করেছে। তাই ওমরা করার জন্য বৃদ্ধ রইস উদ্দিনকে ওমরা পালনের যাবতীয় খরচ অথবা ৫০ হাজার টাকা নগদ অর্থ দিতে চলেছেন অপু।

এ প্রসঙ্গে অপুর সঙ্গে যোগাযোগ করা হলে সময় সংবাদকে অপু বলেন, হ্যাঁ তথ্যটি সঠিক। ফেসবুকে চাচার ভিডিও দেখে খারাপ লাগে। তাই তার খোঁজ নিতে শুরু করি। তখন জানতে পারি, একটি সংগঠনের মাধ্যমে চাচার গরু বিক্রির টাকা উঠে গেছে।

অপু আরও বলেন, ওই সংগঠনের মাধ্যমেই জানতে পারি, চাচার ওমরা পালনের খুব ইচ্ছা। তিনি আমার বাবার বয়সী। তাই মেয়ে হিসেবে আমি তার ওমরা পালনের যাবতীয় খরচ বহন করবো। আর যদি তিনি এই মুহূর্তে ওমরা না করতে চান, তাহলে পরিবারের জন্য তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিব।