News update
  • Tk 6.35 billion in Hasina family's seized bank accounts     |     
  • Business leaders urge BERC to drop proposal to up gas price     |     
  • Tarique Rahman cleared of sedition charges in Jashore     |     
  • ‘BD Army had no direct contact with UN during July Uprising’     |     
  • 42,000 Bangladeshi Expats Apply for Voter Registration Abroad     |     

অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে সমালোচনা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-10, 5:49pm

4354525-e5c333e086e2ea3b511dde93f6966bb01741607397.jpg




ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুট এবং ব্যবসায়িক কাজ নিয়েই বেশি ব্যস্ত অপু বিশ্বাস।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব অপু বিশ্বাস। কাজের আপডেট দেয়ার সঙ্গে প্রায় সময়ই ব্যক্তিগত অনেক অভিব্যক্তি শেয়ার করেন ফেসবুকে। সেই ধারাবাহিকতায় রোবাবার (৯ মার্চ) অপু বিশ্বাস তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লেখেন, এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে। 

অপু বিশ্বাসের এই বক্তব্য পর কারো আর বুঝতে বাকি নেই তিনি কাকে ইঙ্গিত করে স্ট্যাটাসটি দিয়েছেন।

শাকিব খানকে কেন্দ্র করে অপু-বুবলীর দ্বন্দ্ব বহু দিন ধরে চলছে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন— অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই।

রোববার (৯ মার্চ) সন্ধ্যায় শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর পুত্র শেহজাদ পেন্সিল দিয়ে খাতায় বাবা-মায়ের নাম লিখছে। ক্যাপশনে বুবলী লেখেন, বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য। 

ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।

বুবলীর রিলস ভিডিও শেয়ার দেয়ার পরই অপু বিশ্বাস তার ফেসবুকে সেই ইঙ্গিত পূর্ণ পোস্টটি করেন। অপু বিশ্বাসের এই বক্তব্য তার ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন।

অনেকেই বলছেন, অপু বিশ্বাস তার পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ নিয়ে গোটা দেশ ভীষণভাবে ক্ষতবিক্ষত। আর এই পরিস্থিতিতে বুবলী তার পুত্রের ভিডিও পোস্ট করেছেন। এটিকে অপু বিশ্বাস ‘আদিখ্যেতা’ বলেছেন।

কেউ কেউ অপুর পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, আরেক সতিন এতকিছুর মধ্যেও সতিনের দিকে হিংসার নজর রাখছে। 

অন্য একজন মন্তব্য করেছেন, কিছু মানুষের সব বিষয় নিয়ে কথা বলতে হয়না পোষ্ট তো নয়ই! কেননা আপনার ব্যক্তিত্ব ধরে রাখা জরুরি। এমন সব বিষয় নিয়ে কথা বললে কেমন না। আরটিভি