News update
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     
  • Ex-president Abdul Hamid’s Kishoreganj house set on fire     |     
  • It’s official: January was the warmest on record     |     

সাবিনা ইয়াসমিনকে গান গাওয়া নিয়ে যে পরামর্শ দিলেন চিকিৎসক

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-06, 9:54am

retwrwerw3-9fa0afdfe1b59879268cc2abb70a73211738814094.jpg




বাংলা সংগীতজগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছিলেন শুক্রবার (৩১ জানুয়ারি)। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন এই কণ্ঠশিল্পী। 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। 

গায়িকার অসুস্থতার খবরে জন্য উৎকণ্ঠায় দিন কাটছিল অনুরাগীদের। এবার অবশ্য স্বস্তির খবর, সাবিনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৪ জানুয়ারি)  বাসায় ফিরেছেন তিনি। 

তার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করে সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফাউরুজ বাঁধন বলেন, আম্মুর এমনিতে কোনো জটিলতা নেই। তিনি ঠিকঠাক আছেন এখন। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, আপাতত আম্মু যেন বিশ্রামে থাকেন। 

এখনই গান গাইতে পারবেন কি না, এ প্রসঙ্গে চিকিৎসকরা বলেছেন, এখন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না তিনি।

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীতজীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমিন। তখন তার বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমিন। আরটিভি