মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের কর্মবিরতি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা।
এদিকে সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। এছাড়া শহীদ মিনারে অবস্থানসহ কর্মবিরতিও চলবে।
২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার ৫০০ টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ কর্মসূচির ফলে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।