News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-09-21, 6:46pm

a9bf967bc270c4e0b6b8996a8bcdcff38df97ab0809bb2de-fc13a4561633c019e9c56b9e713089ca1758458791.jpg




গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন। 

এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।