হার্নিয়া হলে প্রথমেই বুঝতে হবে এটা অবহেলার রোগ নয়। সময়মতো ব্যবস্থা না নিলে জটিলতা বাড়তে পারে। দেখে নিন এই রোগ হলে কী করতে হবে-
দেখুন হার্নিয়ার লক্ষণ কোনগুলো-
১. পেট বা কুঁচকির আশেপাশে ফুলে ওঠা/গোটা
২. দাঁড়ালে বা ভার তুললে গোটাটা বড় হয়ে যাওয়া
৩. শুয়ে গেলে বা চাপ দিলে গোটাটা ঢুকে যাওয়া
৪. ব্যথা বা অস্বস্তি অনুভব করা
করণীয় কী?
১. হার্নিয়ার একমাত্র স্থায়ী চিকিৎসা হলো অপারেশন (সার্জারি)।
২. সাধারণ ওষুধ বা মালিশ দিয়ে এটি সারানো যায় না।
যা করা উচিত নয়
১. নিজে হাতে বারবার হার্নিয়ার গোটাটা ভেতরে ঢোকাতে যাবেন না।
২. খুব ভারী কিছু তুলবেন না।
৩. বেশি কাশি, কোষ্ঠকাঠিন্য বা অতিরিক্ত চাপ তৈরি করে এমন অভ্যাস এড়িয়ে চলুন।
জরুরি অবস্থা (তাৎক্ষণিক হাসপাতালে যান)
১. হঠাৎ গোটাটা শক্ত হয়ে ব্যথা শুরু হলে
২. গোটাটা আর ভেতরে না গেলে
৩. বমি, পেট ফাঁপা, মল-মূত্র বন্ধ হয়ে গেলে