News update
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-21, 12:14pm

rfgtretrewtwertwe-a6bf61bfa7e2ad947722e71c71db5d471758435276.jpg




এশিয়া কাপে খেলা পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দিয়ে দ্বিপাক্ষিক মহাদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান দুই ফরম্যাটের সিরিজ খেলবে। এতে আফগানিস্তান দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার বশির আহমেদ। ধারণা করা হচ্ছে তাকে দিয়ে ফারুকির অভাব ঘুচতে চায় আফগানিস্তান।

এ ছাড়া, ১৮ বছর বয়সী ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলকেও প্রথমবার ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে। আফগানিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা শপাগিজা ক্রিকেট লিগে তিনি ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন।

যদিও তারাখিল ও পেসার আব্দুল্লাহ আহমাদজাই এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন রিজার্ভ ক্রিকেটারের তালিকায়। এবার আহমাদজাই বাংলাদেশ সিরিজের উভয় স্কোয়াডেই আছেন। এ ছাড়া, ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে রিজার্ভ হিসেবে আছেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগান সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫  অক্টোবর অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

টি-টোয়েন্টি: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।

ওয়ানডে: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।