
অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
জামায়াত আমির বলেন, আমরা অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না, বরদাশতও করবো না। ভোট দেয়ার বয়স হলেও গত তিনটি নির্বাচনে যে ভোটাররা ভোট দিতে পারলেন না, আমরা তাদের ভোট নিশ্চিত করতে চাই। নতুন ভোটারদের বলতে চাই আপনারা ভোট দেবেন ও নিজের ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরেবেন। আমরা আপনাদের পাশে থাকবো।
আসন বণ্টন নিয়ে জামায়াত আমির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার আলোচনা এখনো চলমান। আশা করছি আমাদের ঐক্যে তারা আসবে। তাদের অবস্থান পরিষ্কার হলেই তাদের আসন সংখ্যা ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, আমরা কেউ কাউকে আসন দেইনি। সবাই মিলে আলোচনার ভিত্তিতে আমরা আসন নিয়েছি, প্রার্থী দিয়েছি। যতগুলো আসনে আমরা ঐকমত্যে এসেছি সেসব আসনের প্রার্থীরা সবাই ১১ দলীয় জোটের প্রার্থী। সবাই মিলে আমরা প্রার্থীদের জয় নিশ্চিতে কাজ করবো
এ সময় জাতির জন্য জীবন উৎসর্গকারীদের সম্মান জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা জাতীয় জীবনের টার্নিং পয়েন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখা ও জীবন উৎসর্গকারী ব্যক্তিদের সম্মান জানাই। বিশেষ করে ১৯৪৭, ১৯৭১, ২০২৪ সালে যারা প্রাণ উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, ঋণ পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা এ ঋণ পরিশোধ করতে চাই।
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে জামায়াত আমির বলেন, হাদি ছিলেন বিপ্লবের আইকন। তাকে যারা হত্যা করেছে, তাদের জনগণ চেনে। আমরা তাকে হত্যার বিচার চাই। এই বিচার নিশ্চিত হলে হাদির মতো আরও মানুষ দেশ বাঁচাতে ও জাতির ক্রান্তিকালে এগিয়ে আসবে।