
বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই তথ্য জানান। তিনি বলেন বাহরাইনের আইন অনুযায়ী কোনো বিদেশি রাজনৈতিক দলের শাখা পরিচালনার সুযোগ নেই এবং জামায়াত সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।
হামিদুর রহমান আযাদ স্পষ্ট করেন, বাংলাদেশের নির্বাচনী আইন মেনে বিদেশে জামায়াতের কোনো কমিটি নেই। যেখানে সাংগঠনিক কাঠামো নেই সেখানে দলীয় কোনো নেতার সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই ওঠে না। তিনি এই ঘটনাকে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার একটি সুপরিকল্পিত অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে সঠিক তথ্য তুলে ধরে মিথ্যা অভিযোগের অবসান চেয়েছেন তিনি।
একই সাথে তিনি নির্বাচনী প্রচারণায় প্রশাসনের বৈষম্যমূলক আচরণের কঠোর সমালোচনা করেন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে প্রচারণা শুরুর কথা থাকলেও অনেক দল তা আগেই শুরু করেছে বলে তিনি অভিযোগ তোলেন। অথচ সেসব দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো জামায়াত প্রার্থীদের অহেতুক হয়রানি ও জরিমানা করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তাদের এই একপাক্ষিক আচরণ বন্ধের দাবি জানান তিনি।
জামায়াত নেতা অভিযোগ করেন, নির্বাচন কমিশনে জমা পড়া শত শত অভিযোগের কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। নির্বাচনী সমতা বজায় রাখতে এবং হয়রানি বন্ধে কমিশনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন দলটির এই জ্যেষ্ঠ নেতা।