
আসন্ন সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনছে বিএনপি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে। রোববার আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করেছ বিএনপি।
নতুন করে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতা কবির আহমেদ ভূইয়া। এর আগে, এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, নব্বই ঊর্ধ্ব বয়সী মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়। কবির আহমেদ ভূইয়া দীর্ঘদিন ধরে বিএনপির নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। অতীতে তিনি গুমের শিকারও হয়েছিলেন।
এছাড়া চট্টগ্রামের আরও কয়েকটি আসনেও প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। চট্টগ্রাম-৬ রাউজান আসনে আগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা বাতিল করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
গোলাম আকবর খোন্দকার রোববার বিকেলে মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে, শনিবার চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে দলীয় প্রার্থী করা হয়। একইদিন চট্টগ্রাম-১০ আসনে পূর্বঘোষিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়। চট্টগ্রাম-১০ আসনে নতুন করে মনোনয়ন পান প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।