News update
  • Tarique Rahman Pays Tribute at Shaheed Osman Hadi’s Grave     |     
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     

বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন রাশেদ খান: নুর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-27, 9:59am

820b187d0004b69343b755176ca3dfdee35794bfe6c03a8d-c6c7a70b60dea453350c17ee8917ef761766807983.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদবিরোধী উত্তাল সময়ে বিএনপি ও গণ অধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদ পতনের জন্য যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতনপরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার পক্ষে আমরা রাষ্ট্র সংস্কার করবো। সেই লক্ষ্যে আমরা যারা যুগপৎ আন্দোলন করছি, তারা একসঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার গঠন করবো।

গণ অধিকার পরিষদের বলেন, আন্দোলনটি বিএনপির নেতৃত্বে সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে। বর্তমান আরপিওর বিধান অনুযায়ী, জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কায়। স্বাভাবিকভাবেই সব এলাকায় সব মার্কা নিয়ে সবাই জয়লাভ করতে পারবেন না। তাই আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। তাই আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছেন। নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য তাকে দল থেকে অনুমতি দিয়েছি। তিনি ধানের শীষে নির্বাচন করবেন।

নুরুল হক নুর আরও বলেন, রাশেদ খান গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করবেন। খুব শিগগিরই আমরা একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেব।