News update
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     
  • Spain Train Collision Kills 21, Leaves Dozens Injured     |     
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     

খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-10-27, 6:07am

d2e3226e9f22726bbb5268b1fff8bffebaca4467e7919528-456e6ed25441a9617f6aca4f58974b2e1761523625.jpg




খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকটি অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। ইতোমধ্যে খুলনা বিভাগের ১০ জেলার সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীদের ফোন করে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতারা কেন্দ্রের ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার ছয়টি আসন থেকে অন্তত ১৬ জন মনোনয়নপ্রত্যাশী ঢাকায় যাচ্ছেন। পুরো বিভাগ থেকে ৩৫টি সংসদীয় আসনের শতাধিক নেতা এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

বিশেষ নজর রয়েছে খুলনা-২ (সদর) আসনের দিকে। এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং দলের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

তিনজনই জানিয়েছেন, তারা বৈঠকে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন। তাদের মধ্যে নজরুল ইসলাম মঞ্জু এক সময় খুলনা-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য ছিলেন। তবে প্রায় তিন বছর আগে তার দলীয় পদ স্থগিত করা হয়। এরপর থেকে তিনি কিছুটা আলাদা অবস্থানে ছিলেন এবং স্বতন্ত্রভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতেন।

সম্প্রতি, মঞ্জু আবারও সক্রিয় হয়েছেন এবং মনা ও তুহিনের পাশাপাশি এলাকায় প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। ফলে এ আসনে প্রার্থী বাছাইয়ে দলের ভেতরে প্রতিযোগিতা তীব্র হতে পারে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম বলেন, দলের বিভিন্ন স্তর থেকে ফোন করা হচ্ছে। আমি নিজেও প্রাপ্ত তালিকা অনুযায়ী বেশ কয়েকজনকে ফোন দিয়েছি। কতজনকে আমন্ত্রণ জানানো হয়েছে বা কতজনের সঙ্গে তারেক রহমান সরাসরি কথা বলবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে এ বৈঠক বা সাক্ষাৎকার থেকে বা সাক্ষাৎকার শেষেই তালিকা চূড়ান্ত হবে না বলেও তিনি নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রার্থীদের সাংগঠনিক অবস্থান, জনপ্রিয়তা, মাঠপর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে মনোনয়ন প্রক্রিয়ার আগেই স্থানীয় পর্যায়ে ঐক্য গড়ে তোলার নির্দেশ দিতে পারেন তারেক রহমান।