News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপির মোস্তাফিজুর রহমান

রাজনীতি 2025-05-06, 10:39pm

some-bnp-workers-in-kalapara-joined-islami-andolan-on-f2a2f481859b0ba8227efd99a5fbdb3d1746550007.jpg

Some BNP workers in Kalapara joined Islami Andolan on Tuesday.



গোফরান পলাশ, পটুয়াখালীপটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক এমপি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি বরিশালের চরমোনাই ইউনিয়নের ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নিজ বাড়ির আল কারীম জামে মসজিদে জোহরের নামাজ শেষে তার হাতে হাত রেখে যোগ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট জেড এম কাওসার। তিনি যোগদানের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন সাধারন মানুষ। এছাড়া সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী পটুয়াখালী- (কলাপাড়া- রাঙ্গাবালী) আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯০ সাল থেকে ৯৯৯৭ সাল পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০২৪ সাল থেকে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির নং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট জেড এম কাওসার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরন করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফজলুল করিমের হাতে হাত রেখে তিনি যোগদান করেছেন। ইসলামের আদর্শে অনুপ্রানিত হয়ে এবং ইসলামের পক্ষে কাজ করার লক্ষ্যে তিনি যোগদান করেছেন। 

অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ  ইসলামী আন্দোলন সঠিক রাজনীতি করছে। জীবনের শেষ বয়সে যাতে মানুষের জন্য কিছু করে যেতে পারি এজন্যই আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। তবে প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের কাছে আমি নমিনেশন চাইবো। দল থেকে যদি আমাকে যোগ্য মনে করে তাহলে ১১৪ পটুয়াখালী- আসন থেকে নির্বাচন করবো। - প্রেস বিজ্ঞপ্তি