News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

২৬ এপ্রিল নারী কমিশনের প্রস্তাব বাতিল, ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে - আইএবি

রাজনীতি 2025-04-22, 11:52pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991745344353.png

Islami Andolan logo



২২ এপ্রিল মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে তাদের প্রস্তাবে যে ঔদ্ধত্ব দেখিয়েছে তা কল্পনাও করা যায় না। পতিত ফ্যাসিবাদও যে সাহস করে নাই তারা সেই দুঃসাহস দেখিয়ে শতভাগ ধার্মিকের দেশের পারিবারিক আইন থেকে ধর্মকে বাতিল করার প্রস্তাব করেছে। তাদের এই ঔদ্ধত্ব কোনভাবে সহ্য করা হবে না। 

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এই কমিশন নারীদের কল্যাণের জন্য প্রস্তাব তৈরি করার জন্য গঠন করা হয়েছে কিন্তু তারা নারীদের জন্য অসন্মান ও অভিশপ্ত জীবনের প্রস্তাব করেছে। কোন নারীই স্বেচ্ছায় কেবলই টাকার জন্য যৌনকর্ম করে না। বরং পাচার ও নিপিড়নের শিকার হয়ে বাধ্যতামূলকভাবে তাদেরকে এই ক্ষেত্রে আটকে থাকতে হয়। নারীর জন্য যে কোন কল্যাণকর প্রস্তাবে তাদেরকে এই অভিশপ্ত জীবন থেকে বের করে আনার প্রচেষ্টা থাকার কথা অথচ এই কমিশন তাদের এই বাধ্যতামূলক কাজকে “পেশা” হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব দেয়ার মাধ্যমে নারীর জন্য যা অভিশাপ তাকে বৈধতা দেয়ার অপচেষ্টা করেছে।

অধ্যক্ষ ইউনুস আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কমিশন তাদের প্রতিবেদনে যে ধরণের ভাষা ও যুক্তি ব্যবহার করেছে তা বাংলাদেশের নারীদের ভাষা ও যুক্তি না। এগুলো পশ্চিমা বিকৃত ভাষা ও যুক্তি। বাং নারীর উন্নয়ন ও মুক্তিকল্পে গঠিন একটা কমিশনের সকল সদস্য কেন পশ্চিমা চিন্তা ও নির্দিষ্ট ঘরনার হলো তা আমাদের বোধগম্য না। এই সরকার সংস্কারের ক্ষেত্রে জনমানুষের সমর্থনপুষ্ট। কিন্তু এই  নারী কমিশনের প্রস্তাব জনরোষ উস্কে দেবে এবং সরকারকে জনসমর্থনহীন করে দেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, এই সংস্কার প্রস্তাব জুলাই গণঅভ্যুত্থানের সরকারকে বিপদগ্রস্থ করার অশুভ চক্রান্তে লিপ্ত কিনা তা খতিয়ে দেখতে হবে। এবং অবিলম্বে এই কমিশনের প্রস্তাবকে সরকারীভাবে প্রত্যাখ্যান করে কমিশনকে বাতিল করতে হবে।  তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নারী কমিশন ইসলামবিরুদ্ধ প্রস্তাব দিলেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একে সাধুবাদ জানানো হয়েছে এবং তা বাস্তবায়নে অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে। এটা জাতিতে হতাশ করেছে।

তারই প্রেক্ষিতে আগামী ২৬ এপ্রিল’২০২৫ রোজ শনিবার বিকাল তিনটায় নারী কমিশনের প্রস্তাব বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণসমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হলো। দল-মত ও ধর্ম নির্বিশেষে সকলকে সেই মিছিলে অংশগ্রহণের আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।

বৈঠকে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান,  লোকমান হোসেন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ্ব আব্দুর রহমান, শাহ ইফতেখার তারিক, ও মাওলানা খলিলুর রহমান প্রমুখ।