News update
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     

বাংলাদেশের জুলাই বিক্ষোভ বিষয়ে ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সংবাদ সম্মেলন

মানবাধিকার 2025-02-11, 11:54am

unhrc-logo-b92b157dd21f9cfb1952e9a93e586f001739253295.png

UNHRC logo. Wikipedia



জেনেভা (১০ ফেব্রুয়ারি ২০২৫) জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জেনেভার Palais des Nations এ স্থানীয় সময় সকাল ৯:৩০টায়  (ঢাকা সময় বিকেল ২:৩০) একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন  (OHCHR Fact-Finding Report: Human Rights Violations and Abuses related to the Protests of July and August 2024 in Bangladesh) প্রকাশ করা হবে। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক (Volker Türk) উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এছাড়া, প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন ররি মাঙ্গোভেন (Rory Mungoven), এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান; জ্যোৎস্না পৌদ্যাল (Jyotsna Poudyal), মানবাধিকার কর্মকর্তা; এবং রাভিনা শামদাসানি (Ravina Shamdasani), প্রধান মুখপাত্র। 

সংবাদ সম্মেলনটি যারা শুধু শুনতে ইচ্ছুক তাদের জন্য জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। 

বাংলাদেশে অবস্থানরত সাংবাদিকদের জন্য, যারা সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে ইচ্ছুক, তাদেরকে মংগলবার, ঢাকা সময় রাত ৯:০০ টার মধ্যে এখানে প্রদত্ত মাইক্রোসফট ফর্মে নিবন্ধনের মাধ্যমে তারা জয়রাম (Tara Jayaram)-এর কাছে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করতে হবে। শুধুমাত্র নিবন্ধিত সাংবাদিকরা জুম (Zoom) এর মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করতে পারবেন। প্রবেশ শুধুমাত্র সাংবাদিকদের জন্য সংরক্ষিত। 

যারা নিবন্ধন সম্পন্ন করবেন, তাদেরকে সংবাদ সম্মেলন শুরুর এক ঘণ্টা পূর্বে জুম (Zoom) লিংক প্রদান করা হবে। সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশের জন্য নিজের সম্পূর্ণ নাম এবং সংবাদ সংস্থার নাম অবশ্যই আপনার জুম প্রোফাইলে উল্লেখ থাকতে হবে। 

প্রতিবেদনটি এবং একটি সংবাদ বিজ্ঞপ্তি সংবাদ সম্মেলনের পূর্বে প্রকাশ করা হবে। - মিডিয়া অ্যাডভাইজরি