News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-09-21, 12:23pm

werwerwqer-d847187e089ecbd09b308a8c3361a67f1758435831.jpg




আজ স্ত্রীকে প্রশংসা করার দিন। প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে স্ত্রীকে প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম এই দিবস উদযাপিত হয়। তারপর থেকে অনেক দেশে দিনটি পালিত হয়ে আসছে। তবে এ দিবস সম্পর্কে বেশি তথ্য এখনও জানা যায়নি। তবে স্ত্রীদের সহযোগিতার সম্মানার্থেই যে দিনটি পালন করা হয় তা স্পষ্ট।

আপনার বিয়ের বয়স যাই হোক না কেন, অবশ্যই স্ত্রীর প্রশংসা করা উচিত।তাহলে তিনি বুঝতে পারবেন তিনি কতটা গুরুত্বপূর্ণ। অবশ্য কিছু পুরুষের কাছে এটি স্বাভাবিক মনে হলেও, কারো জন্য আবার খুব কঠিন হতে পারে।

দিবসটি উদযাপনের সবচেয়ে ভাল উপায় হলো, আপনার স্ত্রীর হাতে সুন্দর ফুলের তোড়া তুলে দিতে পারেন। আবার রেস্টুরেন্টে নিয়ে খেতে পারেন। স্ত্রীকে নতুন নকশার গয়না উপহার দিতে পারেন। নিয়ে যেতে পারেন পছন্দের কোনো জায়গায় আজকের এই দিনে।

যারা মনে মনে স্ত্রীর প্রশংসা করলেও মুখে ফুটে বলতে চান না। তারা কিন্তু বিশেষ এই দিবসটি কাজে লাগাতেই পারেন আজ। প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে আপনি সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা। সুতরাং আর দেরী না করে আজ  স্ত্রীর প্রশংসা করুন মন খুলে।