News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

ধর্ষণের শাস্তি কোন দেশে কতটা ভয়াবহ?

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-24, 8:36am

78906555e28570ef6ee9ae7f2febf6d3e6ba51adee4aa515-c7c2b80c34fce9b41689d90bcea4d0f31742783814.jpg




গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আছিয়া নামের শিশু ধর্ষণের শিকার হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) মৃত্যুবরণ করেছে শিশুটি। দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। পৃথিবীর অন্যান্য দেশেও ঘটে এমন ঘটনা। সেসব দেশের শাস্তিগুলো কেমন?

দেখে নিন পৃথিবীর কোন দেশে কেমন ধর্ষণের শাস্তি দেয়া হয়-

বাংলাদেশ: বাংলাদেশে বিদ্যমান আইনে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০২০ সালের ১৭ নভেম্বর এ আইন পাস করা হয়।

সৌদি আরব: সৌদি আরবের শরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং এর শাস্তি হিসেবে দোররা মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

ইরান: ইরানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি জনসমক্ষে ফাঁসি কিংবা গুলি করে হত্যা। তবে কখনো কখনো অভিযুক্ত এই সর্বোচ্চ শাস্তির হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারে, যদি সে ধর্ষিতার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ইরানে মোট ২৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে ১২ জনকে শাস্তি দেয়া হয়েছে ধর্ষণের দায়ে।

যুক্তরাষ্ট্র: বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে।

চীন: চীনে কোনো নারীকে ধর্ষণ কিংবা ১৪ বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌনমিলনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে যদি ভুক্তভোগী মারা যান অথবা মারাত্মকভাবে আহত হন। তবে সাধারণ ক্ষেত্রে তিন বছর থেকে ১০ বছর কারাদণ্ডের শাস্তি রয়েছে।

ভারত: ২০১৮ সালে পাস হওয়া এক নির্বাহী আদেশে ভারতে ১২ বছরের কম বয়সী মেয়ে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম ১০ বছর শাস্তির বিধান রয়েছে।

পাকিস্তান: পাকিস্তানের আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অথবা দশ থেকে পঁচিশ বছরের কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড।

মিশর: মিশরে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। মামলার পরিস্থিতির উপর নির্ভর করে এই শাস্তি।

মালয়েশিয়া: মালয়েশিয়ায় ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ, যার মধ্যে স্বামী-স্ত্রীর ধর্ষণও অন্তর্ভুক্ত। সম্মতিহীন যেকোনো যৌনতার জন্য দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নরওয়ে ও ইসরায়েল এই রাষ্ট্রগুলোতে ধর্ষণের সাজা ৪ থেকে ১৫ এবং ৪ থেকে ১৬ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

ইরাক, বাহরাইন ও উত্তর কোরিয়ায় ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সময়