News update
  • Capital markets surge at DSE with year’s highest turnover     |     
  • Weapons and drugs seized in Chattogram army operation, 2 arrested     |     
  • Tarique says people won’t allow ‘vote robbery’ on Feb 12     |     
  • Dhaka records world’s worst air quality Wednesday morning     |     
  • US Ambassador visits Ctg Port to reinforce commercial coop     |     

অস্ট্রেলিয়ায় তীব্র তাপের কারণে ঘর ছাড়ছেন বাসিন্দারা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-01-28, 8:49am

rrrwerwer-3279ffc6c303afc545761bc8cb1fd38f1769568579.jpg




অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ালপিউপ ও হোপটাউন শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তীব্র তাপপ্রবাহের মধ্যে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। 

প্রাথমিক তথ্যে জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান কর্মকর্তা জেসন হেফারনান বলেন, রাজ্যজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। অনেক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। খবর এএফপি'র।

তিনি জানান, মাঠে থাকা দমকলকর্মীরা এখন তীব্র গরম এবং বাড়তে থাকা বাতাসের গতি স্পষ্টভাবে অনুভব করছেন। ইতোমধ্যে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে ওটওয়েজ অঞ্চলে দাবানলের ঝুঁকিতে থাকা চারটি শহরের কয়েকশ মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশের আরও তিনটি গ্রামীণ এলাকার বাসিন্দাদেরও এলাকা ছাড়তে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, চরম আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জনপদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ভিক্টোরিয়া রাজ্যে সম্পূর্ণ আগুন জ্বালানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে সেখানে ছয়টি বড় দাবানল জ্বলছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ালপিউপ ও হোপটাউন শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি আগের রেকর্ড ৪৮.৮ ডিগ্রিকে ছাড়িয়ে গেছে। 

তীব্র গরমের কারণে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষায় সেন্টার কোর্টের ছাদ বন্ধ রাখা হয়েছে। মেলবোর্নে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের বড় অংশজুড়ে গরম বাতাস স্থায়ীভাবে অবস্থান করছে।

ভিক্টোরিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্যারোলিন ম্যাকএলনে বলেন, দীর্ঘদিন ধরে চলা তীব্র গরম যে কারও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, বয়স্ক মানুষ, শিশু এবং যাদের আগে থেকেই শারীরিক সমস্যা আছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও জানান, অতিরিক্ত গরমে হিট এক্সহস্টশন ও হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে ঠান্ডা পরিবেশে থাকার, পর্যাপ্ত পানি পান করার এবং মাথা ঘোরা, পেশিতে টান, দ্রুত হৃদস্পন্দন, শরীরের অতিরিক্ত তাপমাত্রা ও অচেতনতার মতো লক্ষণের দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন।