News update
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     
  • Govt declares Khaleda Zia a ‘very very important person’     |     
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     
  • Probe body says Hasina had 'green signal' for BDR Carnage     |     

চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-12-02, 7:22am

070bbb542f4ae7cfe60c7b0643b24b0dfcbaa0755d45d48c-96ee77d6bd96b88d36cf4e74f70fff9c1764638548.jpg




কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন অনুভব করেন স্থানীয়রা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে ভূমিকম্পটি খুব অল্প সময় স্থায়ী থাকলেও স্পষ্টভাবে অনুভূত হয়।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।