News update
  • Dhaka records unhealthy air quality on Sunday morning     |     
  • Govt letter to EC to hold election, referendum on same day     |     
  • COP30 boosts funding for at-risk nations but avoids firm fossil fuel terms     |     
  • When To Worry over Ceiling & Wall Cracks After An Earthquake      |     
  • Stock market rebounds, DSEX gains 166 points over week     |     

ইলন মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে গ্রোক

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-11-23, 8:48am

8647725f48378bbf3b98887695cebd6b92a9bef48ad69f8e-c9e5001f267bb092b6452180a95441a01763866103.jpg




মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক ব্যবহারকারীদের বলছে, তার মালিক ইলন মাস্ক শারীরিক ও মানসিকভাবে বিশ্বের সবার ‘সেরা মানুষ’। এ নিয়ে নতুন আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

নতুন সংস্করণ গ্রোক ৪.১ প্রকাশের পর গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাস্ককে গ্রোকের এমন প্রশংসার স্ক্রিনশটে রীতিমতো সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এসব স্ক্রিনশটে দেখা যাচ্ছে, গ্রোক তার মালিককে ‘চরম সুদর্শন’ বলছে। তার শরীর ‘পেটানো ও খেলোয়াড়সুলভ’ বলেও দাবি তার।

আরও দেখা যায়, গ্রোক মাস্কের মানসিক দক্ষতার বর্ণনা দিতে গিয়ে বলছে, তার মালিক ‘জিনিয়াস লেভেলে’র বুদ্ধিমান। এই বটের আরও দাবি, মাস্ক শারীরিকভাবে এতটাই শক্তিশালী যে বক্সিংয়ে মাইক টাইসনকে মুহূর্তেই হারিয়ে দিতে পারে। তাকে বিজ্ঞানে লিওনার্দো দা ভিঞ্চির ওপরে স্থান দেয়। আরও বলে, তিনি কৌতুকাভিনেতা জেরি সিনফেল্ডের চেয়েও মজার মানুষ।

এ নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হলে এক্স–এ সরাসরি প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি বলেন, গ্রোককে ইচ্ছাকৃতভাবে ‘ঘুরিয়ে–পেঁচিয়ে প্রশ্ন করায় সে তার সম্পর্কে এমন অতিরঞ্জিত প্রশংসা করেছে। এ সময় নিজের সম্পর্কে মাস্ক বলেন, বাস্তবতা হলো, ‘আমি একজন মোটা প্রতিবন্ধী।’

এরপর গ্রোকের এসব উত্তরের বেশিরভাগই মুছে ফেলা হয় এবং চ্যাটবটটি প্রশংসা কমিয়ে দেয়েছে বলে মনে হচ্ছে। মাস্কের বক্তব্যের পর বটটি তার মালিকের সম্পর্কে আরও সংযত উত্তর দিয়েছে। মাস্ককে বুদ্ধির দিক দিয়ে প্রথম স্থান দেয়ার পরিবর্তে শীর্ষ ১০ জন মানুষের তালিকায় রেখেছে। যা শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।