
মালয়েশিয়ার বৃহত্তম বাস টার্মিনাল বন্দর তসিক সেলাতানে অবস্থিত টার্মিনাল বেরসেপাদু সেলাতানে (টিবিএস) সম্প্রতি বাংলাদেশি যাত্রীদের সুবিধার্থে বাংলায় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। অভিনব এই উদ্যোগ টার্মিনাল ব্যবহারকারী এবং কর্মীদের মধ্যে যোগাযোগ সহজ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে বলে মনে করছে টার্মিনাল কর্তৃপক্ষ।
টার্মিনাল বেরসেপাদু সেলাতান (টিবিএস) প্রতিদিন হাজার হাজার যাত্রীর পদচারণায় মুখরিত থাকে এবং এটি শত শত এক্সপ্রেস বাসের একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য যাত্রীরা এই টার্মিনালটি ব্যবহার করেন। অভ্যন্তরীণ যাত্রী ছাড়াও আন্তর্জাতিক পর্যটক এবং মালয়েশিয়ায় কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক, বিশেষ করে বাংলাদেশিরা নিয়মিতভাবে টার্মিনালটি ব্যবহার করে থাকেন।
টার্মিনালটিতে বাংলাদেশের নাগরিকদের অধিক উপস্থিতি লক্ষ্য করা যায়। অতীতে টার্মিনালের কর্মীরা মাঝে মাঝে ভাষা বা যোগাযোগের পার্থক্যের কারণে নির্দেশনা বোঝাতে অসুবিধার সম্মুখীন হতেন, যার ফলে যাত্রীদের একটি বিষয় ব্যাখ্যা করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগত।
এ সমস্যা নিরসনে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি টার্মিনালের লবি এলাকায় বাংলা ভাষায় লিখিত একটি সাইনবোর্ড প্রদর্শন করা হয়েছে। এই সাইনবোর্ডে স্পষ্টভাবে এক্সপ্রেস বাসের যাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনা তুলে ধরা হয়েছে, যেখানে বোঝাতে চেয়েছে ‘এক্সপ্রেস বাসের যাত্রীদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক’।
টার্মিনাল কর্তৃপক্ষের এই পদক্ষেপ বিদেশি নাগরিকদের বিশেষ করে শ্রমজীবী প্রবাসীদের পরিবহন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী সম্পর্কে জানাতে সাহায্য করবে।
বাংলা ভাষায় নিরাপত্তা নির্দেশিকা দেয়ার মাধ্যমে টার্মিনাল কর্তৃপক্ষ অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির দিকে মনোযোগ দিচ্ছে, যা মালয়েশিয়ার গণপরিবহন ব্যবস্থার একটি ইতিবাচক দিক।