News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

ভিভো ভি৬০ লাইট: চার ঋতুর ক্যানভাস

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-20, 5:44pm

ertw535234-4d869936b266e6ef9aca1b67ab2a40561760960668.jpg




কেমন হয়, যদি মনের মতো একটি ছবিকেই সাজানো যায় প্রকৃতির নানা রূপে? কখনো গ্রীষ্মের উজ্জ্বল রোদে, কখনো শরতের নরম আলোয়, কখনো বসন্তের রঙিন ফুলেল ছোঁয়ায়, আবার কখনো শীতের কুয়াশাচ্ছন্ন স্নিগ্ধতায়। ভিভো ভি৬০ লাইটের স্মার্ট এআই প্রযুক্তি এবার সেই অভিজ্ঞতাকে নিয়ে এসেছে হাতের নাগালে।

ভিভোর ভি সিরিজ মানেই প্রো লেভেল পোর্ট্রেট। প্রতিনিয়তই নতুন কিছু যুক্ত করে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে আসে ফটোগ্রাফিতে নতুন মাত্রা। আর সেই ধারাবাহিকতায় এবার আরও উন্নত হয়েছে ভিভোর এআই ইমেজ স্টুডিও, যেখানে যুক্ত হয়েছে এআই ফোর সিজন পোর্ট্রেট মোড। ইতোমধ্যে গ্রাহকরা আগ্রহ দেখাচ্ছে নতুন এই এআই প্রযুক্তির ব্যাপারে।

এই ফিচারটি ব্যবহার করে মাত্র এক ক্লিকেই একটি সাধারণ আউটডোর ছবিকে সাজানো যায় চারটি ভিন্ন ঋতুর আবহে। নিজের পছন্দের আউটডোর ছবিটিকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দৃশ্যপট বদলে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করা যায় এই মোড দিয়ে। যেখানে ছবির বিষয়বস্তু এক হলেও দেখা যায় চারটি ভিন্ন দৃশ্যে। এক্ষেত্রে, প্রতিটি ঋতুর আবহ এমনভাবে ফুটে ওঠে, যেন মনে হয় ছবিটি সত্যিই সেই ঋতুতে তোলা হয়েছে। আর এভাবেই, গ্রীষ্মের প্রখর গরমেও ছবিতে আনা যায় হিমশীতল বরফের স্পর্শ অথবা শরতের পাতাঝরা ভাব থেকে মুহূর্তেই বসন্তের ফুলেল ছোঁয়া।

এছাড়াও, ভিভোর এআই ইমেজ স্টুডিওতে থাকছে আরও উন্নত এআই ইরেজ ৩.০ । যা, ছবিতে থাকা যেকোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি অথবা বস্তু সরিয়ে দেয় এক টাচেই। শুধু তাই নয়, গ্লাস বা স্ক্রিনের যেকোনো প্রতিফলন দূর করে ছবিকে করে একদম স্পষ্ট। প্রতিটি ছবিকে ইন্সট্যান্টলি স্টাইলিশ এবং ক্লাসিক রুপে সাজিয়ে তোলে এর এআই ফটো এনহ্যান্স অপশন।   

আর সবকিছুকে এতটা নিখুঁত মাত্রা দেয় ভি৬০ লাইটের ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সনি আইএমএক্স ৮৮২ সেন্সর, থার্ড জেনারেশন এআই অরা লাইট ও উন্নত এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সহায়তায় প্রতিটি ছবি হয় একদম পরিষ্কার ও উজ্জ্বল। পাশাপাশি, সবার পছন্দের ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় প্রতিটি ছবি হয় মনের মতো সাজানো। ফ্রন্ট ও ব্যাক দুটি ক্যামেরাতেই আছে ফোরকে রেকর্ড সুবিধা। তাছাড়াও, ভিভো ভি৬০ লাইটে থাকছে ৩ টি ভিন্ন ফ্ল্যাগশিপ-লেভেলের মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ মোড। যা, প্রতিটি ছবিতে দেয় প্রফেশনাল ও সিনেমাটিক ফিনিশ।   

ভিভো ভি৬০ লাইটের ফাইভজি ও ফোরজি দুটি ভ্যারিয়েন্ট এর সাথে নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলা যাবে নিজের মনের মতো করে।