News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

হামজাদের ম্যাচের নিরাপত্তায় সোয়াট

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-08, 10:17pm

img_20250608_221516-2859e2b8ed62ada0752d0416bf1a2a211749399440.jpg




গেল ৪ জুন বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। দর্শকরা গেট ভেঙে প্রবেশ করেন স্টেডিয়ামে ও তিনজন সমর্থক গ্যালারি টপকে ঢুকে যান সোজা মাঠে। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার মাঠে নামছে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী—সোয়াট।

রোববার (৮ জুন) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (৯ জুন) বেলা ১১টায় জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে সোয়াট। এ ছাড়া ম্যাচের দিনও নিরাপত্তার বিষয় দেখভাল করবে। 

তিনি বলেন, ম্যাচ কমিশনারসহ আজ স্টেডিয়াম ও গেটগুলোর নিরাপত্তা পরিদর্শন করা হয়েছে। আমরা ঢাকা মহানগর পুলিশের সঙ্গেও সব সময় যোগাযোগ রাখছি।

গোলাম গাউস বলেন, সিঙ্গাপুর ম্যাচে ভুটান ম্যাচের তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে।

জানা গেছে, এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১০ জুন) স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। 

১০ জুন ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। তবে অনেক ফুটবলপ্রেমী সেদিন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। তাই সে বিষয়টি মাথায় রেখে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে। এ ছাড়া অন্য বিভাগীয় শহরেও ফেডারেশন কিংবা ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনের কথা ভাবা হচ্ছে।

প্রসঙ্গত, চার বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যদি আবারও বড় ধরনের অব্যবস্থাপনা দেখা দেয়, তবে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির মুখে পড়তে পারে বাফুফে। বসুন্ধরা কিংস অ্যারেনায় এর আগেও নিরাপত্তা ঘাটতির কারণে বেশ কয়েকবার জরিমানা গুনতে হয়েছে। তাই এবার জাতীয় স্টেডিয়ামে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ফেডারেশন। আরটিভি