News update
  • DUCSU 2025 Election's Digital Mirage     |     
  • Houthi drone hits Israeli airport as Gaza City attacks mount     |     
  • Khulna’s new central jail promises real change in care     |     
  • Undersea cables cut in Red Sea, snaps net access in Asia, ME     |     
  • Special recognition for Singer Sabina Yasmin at Shilpakala     |     

প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-05, 12:58pm

be78a646b8bbc0be0d862a50986a48c015940b4061e74c9c-e786f76a7f4e75d7a1b725021c252f0f1757055538.jpg




মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা এখনও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি সে সকল বাংলাদেশিদের জন্য নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের হাইকমিশনের সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সরাসরি বাংলাদেশ হাইকমিশন, ৮ লরোং ইয়াপ কোয়ান সেং, ৫০৪৫০ ঠিকানা থেকে এই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, যারা ইতোমধ্যে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, তারা consular.kualalumpur@gmail.com ঠিকানায় ইমেইলের মাধ্যমে তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

অন্যদিকে, যে সকল আবেদনকারীর স্মার্ট এনআইডি কার্ড দূতাবাসে এসে পৌঁছেছে, তারাও সংশ্লিষ্ট কাউন্টার থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হবে:

ক) অনলাইনে পূরণ করা ফরম-২ক এর প্রিন্টেড কপি। খ) মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট। গ) অনলাইন জন্ম নিবন্ধন সনদ। ঘ) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সদ্যতোলা)। ঙ) ব্যাংকে ৭৫ রিঙ্গিত ফি জমা দেওয়ার মূল রসিদ। 

(হিসাব নম্বর: 564427560878, NID Services of Bangladesh High Commission, May Bank) চ) নাগরিকত্ব সনদ (মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান বা ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিইও কর্তৃক প্রদত্ত)। ছ) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) অথবা মৃত্যু নিবন্ধন সনদ। জ) প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ (পিএসসি, জেএসসি, এসএসসি বা সমমান)। ঝ) বিবাহিতদের ক্ষেত্রে নিকাহনামা এবং স্বামী বা স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে)। ঞ) স্থায়ী ঠিকানার ইউটিলিটি বিলের কপি (যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস বা হোল্ডিং ট্যাক্সের রসিদ)।

নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে, ভিজিট করুন: https://services.nidw.gov.bd

এই সেবা গ্রহণের জন্য সকল প্রবাসীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।