News update
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     

ভালোবাসা দিবস উদযাপনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

পর্যটন 2023-02-14, 11:00pm




পটুয়াখালী: বিশ্ব ভালবাসা দিবস উদযাপন ও বসন্ত উৎসবে যোগ দিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এখন ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। 

বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উম্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাড়িয়ে প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা। অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। 

দর্শনীয় স্থান গুলোতেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। পর্যটকদের নিরাপদ ভ্রমনে পর্যটন পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  - গোফরান পলাশ