
জুলাই যোদ্ধাদের একটি দল অবহেলার পাত্র করে রেখেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি ভিডিও থেকে নেয়া
জুলাই যোদ্ধাদের কারণে কারো কারো দেশে ফেরা হলেও, এখন তাদেরকেই অবহেলা করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামে নির্বাচনী সফরের অংশ হিসেবে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, যাদের কারণে কারো কারো দেশে ফেরা, কেউ দেশ শাসনের স্বপ্ন দেখছেন, আজ তারা সেই জুলাই যোদ্ধাদের অস্বীকার করছেন। বর্তমানে জুলাই যোদ্ধাদের অবহেলার পাত্র করে রেখেছে একটি দল।
বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আমরা আচরণবিধি ভঙ্গ করলে ইসি দেখবে। আপনি দেখার কে? আমাদেরকে বাধা দিতে আপনারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু জনগণকে মুক্তি দিতে আমরা কোনো বাধাই মানবো না।
এ সময় লক্ষ্মীপুরে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজননকেন্দ্র পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মেঘনা নদীতে বাঁধ নির্মাণ করা হবে।
জনসমাবেশ থেকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করারও আহ্বান জানান জামায়াত আমির।