News update
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     
  • Iran dismisses Trump’s threats, vows swift response to any US attack     |     
  • Student-led shrimp farming sparks rural aquaculture boom in Naogaon     |     
  • Bangladesh Sets Path for Sustainable Farming by 2050     |     
  • Child rescued from deep tube-well hole in Ctg dies     |     

ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ বানাতে চাই: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-29, 5:23pm

img_20260129_172306-5e6408328a57ab092504455320a5dc141769685827.jpg




বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন। 

তারেক রহমান বলেন, পদ্মা নদীতে কোনো পানি নেই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই।

এ ছাড়া আমের জন্য হিমাগার তৈরি, আইটি পার্ককে সচল, ভোকেশনাল ইন্সটিটিউট গড়া, শিক্ষিতদের স্বাবলম্বী করা, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি, কৃষককে কৃষি কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি গড়ে তোলার পাশাপাশি কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তুলতে চান বিএনপির চেয়ারম্যান। 

তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো ঝগড়া, ফ্যাসাদ ও বিবাদের মধ্যে যেতে চাই না। সেজন্য আমরা সমালোচনা করছি না। সমালোচনা করে পেট ভরবে না।

তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। এবারও আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে ভোটকে ক্ষতিগ্রস্ত করা যায়, ভোটকে বাধাগ্রস্ত করা যায়। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে—যাতে কেউ ভোট বানচাল করতে না পারে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করুন। বিএনপির কোনো ভূমিকা থাকলেও আমরা সহাযোগিতা-সাহায্য করব। কিন্তু সঠিক সুষ্ঠু তদন্ত হতে হবে। সেই অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে করতে হবে। কিন্তু সেটা সঠিক সুষ্ঠু-তদন্ত করতে হবে।