News update
  • Bangladesh's capital market shows sign of rebounding     |     
  • Record No of first-time voters to vote, AL can’t participate: Yunus     |     
  • Morsalin’s goal marks Hamza Era's first win over India after 22 years     |     
  • Writ against merger of 5 banks filed with HC     |     
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     

সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ওয়াদাবদ্ধ: সিইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-11-19, 12:53pm

img_20251119_125119-487e904e199fe49c169f4d61adbc97581763535230.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে দেশের মানুষের কাছে ইসি ওয়াদাবদ্ধ।

বুধবার (১৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে এ সব কথা বলেন তিনি।

সিইসি বলেন, সব রাজনৈতিক দল জাতির কাছে ওয়াদা করেছে একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য। 

সিইসি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।

 তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা।

এ সময় ভোটকেন্দ্রে ভোটারদের আনতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে সিইসি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার।