News update
  • DUCSU 2025 Election's Digital Mirage     |     
  • Houthi drone hits Israeli airport as Gaza City attacks mount     |     
  • Khulna’s new central jail promises real change in care     |     
  • Undersea cables cut in Red Sea, snaps net access in Asia, ME     |     
  • Special recognition for Singer Sabina Yasmin at Shilpakala     |     

ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-09-05, 1:37pm

img_20250905_133512-35636ef58afc2e7efcb46935839c5b331757057859.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের ৩০০টি আসনের মধ্যে ৪৬টির সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে ফরিদপুর-২ ও ৪ আসন। প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত অবরোধকারীরা মহাসড়ক ছাড়েনি।

এদিকে অবরোধকারীরা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখবেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের ওঠাতে পারছি না।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ সকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন।