
নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করতে বুধবার (২১ জানুয়ারি) শেষ সভায় বসছে পে কমিশন। দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের এই সভা শুরু হবে। সভা শেষে বিকেলেই খসড়া সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের প্রস্তুতি রয়েছে।
পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, দুপুরে পূর্ণ কমিশনের সভায় পে-স্কেলসংক্রান্ত সব বিষয় চূড়ান্ত করা হবে। সভা শেষে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে। ওই সাক্ষাতে কমিশনের চূড়ান্ত খসড়া তুলে ধরা হবে।
কমিশনের এক সদস্য বলেন, নবম পে-স্কেলের সবকিছুই মোটামুটি চূড়ান্ত। বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে। কমিশনের সভায় খসড়া সুপারিশ পর্যালোচনা শেষে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
সুপারিশ প্রকাশের বিষয়ে জানতে চাইলে ওই সদস্য বলেন, কমিশনের সুপারিশের কপি কোনো সদস্যের কাছেই থাকবে না। এটি কেবল প্রধান উপদেষ্টার কাছে থাকবে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় আরও কয়েক কপি প্রিন্ট করা হতে পারে।
কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। পুরো মাত্রায় এটি কার্যকর করার প্রস্তাব রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান।