News update
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     
  • Bonn Climate Talks Expose Urgent Gaps in Global Action     |     

ফিরে দেখা: ৬ জুলাই ২০২৪

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-06, 10:20am

img_20250706_101830-154dafc48f6fffb008c68a7d80d80ddc1751775646.jpg




রক্তাক্ত জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল ৬ জুলাই। সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় ছাত্রদের পক্ষ থেকে এদিনই আসে বাংলা ব্লকেডের ডাক। দুই শব্দের একদমই নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় তিনটি ছাত্র সংগঠনও। সব মিলে ২০২৪ সালের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ।

বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই। যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে।

ন্যায্য দাবি আদায়ে অনড় ছাত্রসমাজের বিপক্ষে দাঁড়ায় ১৭ বছরের স্বৈরাচারী শাসন, যার ফল গণঅভ্যুত্থান।

১ জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় ৬ জুলাইও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি।

বিকেল ৩টা থেকে চাকরিপ্রত্যাশী ছাড়াও বিপুলসংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অবরোধ করে শাহবাগ মোড়। এ সময় শুরুতে পুলিশ বাধা দেবার চেষ্টা করলেও শিক্ষার্থীদের সাথে পেরে উঠছিল না। বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যানচলাচল।

পরদিন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন, ছাত্রধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা। যার নাম দেয়া হয় 'বাংলা ব্লকেড'।

কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, সরকারের আন্তরিকতায় বন্ধ হতে পারে ছাত্র আন্দোলন। আর বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন দেবে বিএনপি।

৬ জুলাই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরে ২ নম্বর গেট সড়ক, ঢাকা-রাজশাহী মহাসড়ক, খুলনা নগরীর শিববাড়ী মোড়ের ৭টি পয়েন্ট, সিলেট-সুনামগঞ্জ সড়ক, ঢাকা-পাবনা মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, রংপুর-ঢাকা মহাসড়ক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বর, ময়মনসিংহ টাউন হল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। যার প্রতিবাদে সংগঠনের ২১ সদস্য একযোগে পদত্যাগ করেন।