News update
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     

শাহজালালে বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি : বেবিচক

গ্রীণওয়াচ ঊ পর্যটন 2025-07-12, 8:14am

bimaan_111-e4d393fbc0c9f9493ddd0911064e2ab41752286476.jpg




রাজাধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিজি-৩৭৩ এ কোনো বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমানটিতে বিস্ফোরক থাকার আশঙ্কার কথা জানানো হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ১৪২ যাত্রী ও সাতজন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। পরে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের নির্দেশে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসেবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনা স্থলে আসে।

পরবর্তীতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করছে। সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছিল।

বেবিচক জানায়, নিরাপত্তা তল্লাশি কার্যক্রম সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে সম্পন্ন হয় এবং কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার শুরু থেকেই নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করেছে এবং সব যাত্রী ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করে বর্তমানে ফ্লাইটের যাত্রীদের পুনরায় নির্ধারিত গন্তব্যে পাঠানোর জন্য অন বোর্ড কার্যক্রম চলমান রয়েছে।

বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।