News update
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     

গাজায় বর্বরতা: খুলনায় কেএফসি ও বাটার শোরুমে হামলা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-08, 8:01am

khulna-kfc-eab274daaebf6c2fd8e9fd5d54ec02281744077702.jpg




গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে খুলনা নগরীতে হওয়া বিক্ষোভ মিছিলের একাংশ ফাস্ট ফুড চেইন কেএফসি ও বাটা শোরুমে ঢুকে ব্যাপক হামলা-ভাঙচুর চালিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে এবং শিববাড়ি মোড়ের বাটার শোরুমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড়ে বিকেলে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল ফেরিঘাট মোড়ের দিকে যায় এবং পরে আবার শিববাড়ি মোড়ে ফিরে আসে। তবে মিছিলের একটি অংশ নগরীর ময়লাপোতা মোড়ের দিকে চলে যায়। সন্ধ্যার দিকে তারা কেএফসিতে ঢুকে ভাঙচুর শুরু করে। এসময় তারা দোকানের বিভিন্ন খাদ্যসামগ্রী বাইরে ফেলে দেয় এবং ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

পরে কেএফসিতে গিয়ে দেখা যায়, তাদের চেয়ার-টেবিল, ডেস্ক, ক্যাশ কাউন্টার, টিভি, ফ্রিজ—সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেএফসির সামনের সড়কেও কিছু আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তবে কেএফসির কোনো কর্মকর্তা বা কর্মচারী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

অন্যদিকে, কিছু লোক শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেন ভবনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে ভাঙচুর চালায়। এসময় শোরুম কর্তৃপক্ষ দাবি করেন, সেখান থেকে মালামাল লুটপাট করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যমুনা