News update
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-03, 5:23pm

5t453452423-fedd75223b5b148ed37a802237f2d6b21743679407.jpg




২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ করে ফেলেছে ফিফা। ২০৩৫ সালের নারী বিশ্বকাপের একমাত্র ‘বৈধ’ প্রার্থী হিসেবে আসরটি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এ ছাড়া শেষ মুহূর্তে স্পেনের আগ্রহের কথা শোনা গেলেও তারা আবেদন জানায়নি।  

তাই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ইনফান্তিনো ঘোষণা করেছেন, ২০৩৫ সালের জন্য যুক্তরাজ্যের বিডই একমাত্র বিড হিসেবে গ্রহণ করা হয়েছে।

বেলগ্রেডে ইউইফা কংগ্রেসে ইনফান্তিনো বলেন, আমি নিশ্চিত করতে পারি যে আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালেরটি যুক্তরাষ্ট্র এবং সম্ভবত কিছু কনকাকাফ সদস্যদের এ ছাড়া ২০৩৫ সালের বিডটি ইউরোপ থেকে, হোম নেশনদের পক্ষ থেকে।

এফএ সিইও মার্ক বুলিঙ্গহ্যাম বলেন, আমরা ২০৩৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপের একমাত্র প্রার্থী হওয়ায় সম্মানিত। এখন থেকে কঠোর পরিশ্রম শুরু হবে, যাতে বছরের শেষে প্রস্তুত করা যায়। মহিলা বিশ্বকাপের ভবিষ্যৎ সংস্করণ নিয়ে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করেছে ফিফা। 

২০৩১ সাল থেকে এই টুর্নামেন্টটি ৪৮টি দল নিয়ে হবে, যা পুরুষ বিশ্বকাপের নতুন আকারের সাথে সঙ্গতিপূর্ণ। যদি যুক্তরাজ্য বিশ্বকাপ আয়োজন করে, তবে ২০৩৫ মহিলা বিশ্বকাপ হবে হোম নেশনগুলোর দ্বিতীয় বিশ্বকাপ, ১৯৬৬ সালের পুরুষদের টুর্নামেন্টের পর।আরটিভি