
বিপিএলের দ্বিতীয় দিনে এসে প্রথমবার মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। আজ শনিবার (২৭ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার দলপতি মোহাম্মদ মিঠুন।
গতকাল উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল রাজশাহী। সিলেটকে হারিয়ে টুর্নামেন্টে করেছে শুভসূচনা। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে নেন এবারের আসরের প্রথম শতক। মুশফিকুর রহিমও পান ফিফটির দেখা।
ছন্দে থাকা রাজশাহী তাই চাইবে জয় ধরে রাখতে। যেখানে ঢাকা চাইছে জয় দিয়ে আসর শুরু করতে। সিলেটের স্পোর্টিং পিচে রান আসে। আগের দিনই রাজশাহী সেটি করে দেখিয়েছে। ১৯১ রান তাড়ায়ও পেয়েছে জয়ের দেখা।
আগের ম্যাচে রাজশাহীর রান চেজ দেখেছে ঢাকা। যে কারণে আজ বোলিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি তাদের।
টসের পর মিঠুন বলেন, ‘গত ম্যাচে আমরা দেখেছি, এটা খুবই ভালো উইকেট। তাছাড়া, এটি আমাদের প্রথম ম্যাচ। আমরা দেখতে চাই উইকেট কেমন আচরণ করে। সেই অনুযায়ী ব্যাটিং করব।’
শান্ত বলেন, ‘টস জিতলে আমিও বোলিং নিতাম। যা হওয়ার হয়েছে। এই উইকেটে খেলা হয়েছে। রান করতে পারলে বোলারদের জন্য সুবিধা হবে। ছেলেরা দলের জন্য ভালো করতে মুখিয়ে আছে।’