
নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। তবে টুর্নামেন্ট শুরুর দিনটি একেবারে আয়োজনবিহীন রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে কারণে উদ্বোধনী দিনে সীমিত পরিসরে একটি ছোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে এবারের বিপিএল। এর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি।
সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রংপুর রাইডার্স–বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এ তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
তিনি বলেন, পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হওয়ায় আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। ২৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান সম্ভব না হওয়ায় ২৬ ডিসেম্বর ম্যাচের দিনই ছোট করে আয়োজন করা হবে।
মিঠু জানান, ওই আয়োজনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং উপস্থিত সবার সঙ্গে হ্যান্ডশেক করবেন। পাশাপাশি সদ্য প্রয়াত ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
তিনি আরও বলেন, প্রথম ম্যাচের আগে মাঠে স্টেজ তৈরি করে ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। যেখানে আঞ্চলিক গান পরিবেশিত হবে। জুমার নামাজের পর দুপুর ২টা ১৫ মিনিটে শুরু করে ১৫ মিনিটের মধ্যেই অনুষ্ঠান শেষ করা হবে। এছাড়া দুই ম্যাচের মাঝের সময়েও ছোট পরিসরে আয়োজন থাকবে।
উল্লেখ্য, উদ্বোধনী দিনের প্রথম ম্যাচটি আগে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সময়সূচি পরিবর্তন করে সেটি এখন দুপুর ৩টায় নির্ধারণ করা হয়েছে। ওই ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খেলবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।