News update
  • Bangladesh Bank urges insurers to fight illicit money flows     |     
  • Prof Yunus introduces political leaders with top US companies     |     
  • Dhaka, Rome eye expanded ties, safe migration issue discussed     |     
  • Climate Summit 2025: The path to COP30     |     
  • Apon, Cocola, Ispahani food owners face arrest for adulteration     |     

বিপিএলে ১৮ দলের বকেয়া ৪০ কোটি, নাম প্রকাশ করল বিসিবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-23, 11:12am

546546546-edce4c11a67df74b73b1d9354849e3cc1758604377.jpg




বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। তিন বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও এখনও চুক্তি স্বাক্ষর হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড মিটিং শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, বিপিএলে আইএমজিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ফার্স্ট কিক অফ মিটিং হয়েছে। আমরা অফিশিয়ালি দায়িত্ব দিয়েছি, তবে চুক্তি এখনো আলোচনায় আছে।

চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে বিপিএল আয়োজনের টার্গেট নির্ধারণ করেছে বিসিবি। মিঠু আরও বলেন, আমরা টার্গেট করছি ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। অনেক কাজ বাকি রয়েছে। এগুলো প্রস্তুত রাখা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড।

বিপিএলের পূর্ববর্তী আসরগুলোর বকেয়া অর্থ নিয়ে বিসিবির সঙ্গে সালিশ চলছে। মিঠু জানিয়েছেন, এখনো প্রায় ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে বিভিন্ন দল ও ফ্র্যাঞ্চাইজির কাছে।

বকেয়া পরিশোধ না করা ১৮ দল ও ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশ করেছে বিসিবি। এগুলো হলো: বরিশাল বার্নার্স,চিটাগং কিংস,ঢাকা গ্ল্যাডিয়েটর্স,খুলনা রয়্যাল বেঙ্গল,দুরন্ত রাজশাহী,সিলেট রয়্যালস,সিলেট সুপারস্টার, বরিশাল বুলস,সিলেট সিক্সার্স,রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স,সিলেট সানরাইজার্স,ঢাকা ডমিনেটর্স,দুরন্ত ঢাকা,দুর্বার রাজশাহী,ডেল্টা স্পোর্টস (চিটাগং)।

সবমিলিয়ে মোট ১৮টি দল ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবির সালিশ প্রক্রিয়া এখনো চলমান।আরটিভি