News update
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     

বাংলাদেশর ক্রিকেট নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব, নায়ক-নায়িকা কে?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-08, 11:27pm

retrett-76b1fad59c317c8b6da5f9e7222cc84b1757352461.jpg




কিছু বছর আগে দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা বানানোর আলোচনা তৈরি হলেও তা বাস্তবকে রূপ নেইনি। তবে এবার দেশের ক্রিকেট নিয়ে বিসিবিকে সিনেমা বানানোর প্রস্তাব দিয়েছে একটি নির্মাতা প্রতিষ্ঠান।

সোমবার (৮ আগস্ট) এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, গতকাল আমাদের কাছে একটা সিনেমা নির্মাতা হাউস এসেছিল। তারা একটা সিনেমা বানাতে চায়। তাদের সিনেমার বিষয়বস্তু: বাংলাদেশের আইসিসি ট্রফি জয়, ১৯৯৭ সালে কী ঘটেছিল। মিটিংয়ে আকরাম খানও ছিল।

এরপরই আকরামকে নিয়ে বুলবুল বলেন, আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে তার নায়িকা কে হবেন! কারণ, তিনি অধিনায়ক ছিলেন। তার ভূমিকাটা ছিল অনেক বড়। 

‘তিনি বলছিলেন, আচ্ছা আমি না হয় সিনেমায় মাঝে মাঝে আসব, কিন্তু আমার নায়িকা কে হবে? ভাবিকে কিছু বলব না। তবে ওর চোখ, আগ্রহ ছিল অবিশ্বাস্য!’

পরে এনসিএল টি-টোয়েন্টি নিয়ে বিসিবি সভাপতি বুলবুল বলেন, বাংলাদেশে বর্তমানে মাত্র একটি লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আছে। আমরা চাই ওয়ানডে ক্রিকেটকে আরও বিস্তৃত করতে দ্বিতীয় একটি ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজন করতে। ভারতেও একাধিক লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হয়। 

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগ পাক, দেশের প্রতিটি মাঠ যেন ক্রিকেটে ভরা থাকে। খেলার ঘাটতি না থাকলে স্বাভাবিকভাবেই নতুন ক্রিকেটার উঠে আসবে।