
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টানাপোড়েন বাড়ছে।
গাজা শান্তি প্রক্রিয়াকে দুর্বল করার আশঙ্কায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্রমশ ‘হতাশ’ হয়ে পড়ছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসসহ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তারা মনে করছেন, নেতানিয়াহু চুক্তি বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছেন এবং গাজায় যুদ্ধবিরতি ভেঙে দিতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন।
তবে একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, উইটকফ ও কুশনারের তুলনায় মার্কো রুবিও নেতানিয়াহুর অবস্থানের কাছাকাছি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহু কার্যত ট্রাম্পের মূল টিমের সমর্থন হারিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এখনও তাকে (নেতানিয়াহু) পছন্দ করেন, তবে তিনিও চান গাজা চুক্তির অগ্রগতি আরও দ্রুত হোক।
ওই কর্মকর্তা বলেন, ‘জেডি ভ্যান্স, মার্কো রুবিও, জ্যারেড কুশনার, স্টিভ উইটকফ, সুসি সবাই নেতানিয়াহুর সমর্থন হারিয়েছেন। শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই এখন নেতানিয়াহুর পাশে আছেন।’
প্রতিবেদনে আরও বলা হয়, উইটকফ ও কুশনার প্রস্তাবিত পরিকল্পনা বিশেষ করে গাজাকে নিরস্ত্রীকরণ সংক্রান্ত ধারণা নিয়ে নেতানিয়াহু সংশয় প্রকাশ করেছেন। এটি (নিরস্ত্রীকরণ) শান্তি পরিকল্পনার মূল বিষয়।
এদিকে গাজা নিয়ে ‘শান্তি কাউন্সিল’ বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করছেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড