News update
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     
  • Dhaka’s air quality 6th worst in the world this morning     |     
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     

ভারতের শ্রমিক সম্প্রদায়ের জন্য 'পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-09-19, 10:48am

01000000-0aff-0242-4ec8-08dbb88314c1_w408_r1_s-1a9162be5754029511636464d669c4921695098887.jpg




মাত্র কয়েক মাস পরেই আগামী ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই দেশের শ্রমিকদের জন্য ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার ১৭ সেপ্টেম্বর ৭৪ বছরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। নিজের জন্মদিনে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পটি চালু করলেন তিনি।

শুধু এই প্রকল্প নয়, সেইসঙ্গে দিল্লিতে এক্সপো সেন্টার যশোভূমি-র উদ্বোধন করলেন মোদী। তিনি বলেন, "ভারতের লোকাল প্রোডাক্ট গ্লোবাল বানাতে বড় ভূমিকা নেবে এই সেন্টার। বিশ্বের বড় বড় কোম্পানিগুলি যাতে আপনাদের কাছে আসতে পারে, সেটা দেখবে সরকার। দেশের শ্রমিকদের তৈরি করা জিনিস ব্র্যান্ডিং করবে আমাদের সরকার।"

মোদী আরও বলেন, "এই যশোভূমি সেন্টার এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখান থেকে বিমানবন্দর খুব কাছে। এখানেই মেট্রো স্টেশনের উদ্বোধন করা হয়েছে আজ। ফলে যাতায়াতের কোনও সমস্যা থাকবে না।"

বিশ্বকর্মা পুজোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় দেশের ১৮টি পেশার মানুষ সুবিধা পাবেন। এদিন মোদী বলেন, "দেশের বিশ্বকর্মারা এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। মাত্র ৫ শতাংশ সুদে ৩ লক্ষ টাকা ঋণ মিলবে। ধাপে ধাপে এই ঋণ পাওয়া যাবে। প্রথমে ১ লাখ টাকার ঋণ দেবে সরকার। সেই ঋণ শোধ করলে মিলবে আরও ২ লাখ টাকা। ঋণ নিতে গেলে কোনও গ্যারান্টির প্রয়োজন নেই। আপনাদের ঋণের গ্যারেন্টি নেবে মোদী।"

এছাড়াও দৈনিক ৫০০ টাকায় ভাতা দিয়ে দেশের শ্রমিকদের প্রশিক্ষণ করার সুযোগ করে দেবে সরকার, এদিন এমনই জানান মোদী। তিনি বলেন, "প্রশিক্ষণ শেষে শ্রমিকদের যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকা ভাউচার দেওয়া হবে। তবে অবশ্যই মেক ইন ইন্ডিয়া যন্ত্রপাতিই কিনতে হবে।’

বিশ্বকর্মা পুজোয় নতুন প্রকল্প ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 'পি এম বিশ্বকর্মা' নামের এই নতুন স্কিমে উপকৃত হবেন মৎস্যজীবী, কর্মকার, সূত্রধর, কুম্ভকার সহ বিভিন্ন কায়িক শ্রমের পেশার সঙ্গে যুক্ত মানুষরা। রবিবার এই স্কিমের উদ্বোধনে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মৎস্যজীবী কে পালানিভেল। তার হাতে প্রকল্পের চেক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন চেক সংগ্রহ করতে মঞ্চে উঠে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন পালানিভেল। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলেন বর্ষীয়ান এই মৎস্যজীবী। এদিন মোদী তার গলায় একটি মেডেল পরিয়ে দেন এবং হাতে তুলে দেন 'পি এম বিশ্বকর্মা' প্রকল্পের চেক।

প্রসঙ্গত, পালানিভেল দীর্ঘদিন ধরেই মাছ ধরার কাজ করার পাশাপাশি তৈরি করেন মাছ ধরার জাল। এদিন পালানিভেলের পাশাপাশি একাধিক শিল্পীর সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, বায়োমেট্রিক এবং পরিচয় পত্রের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারা যাবে এই প্রকল্পে। যে ব্যক্তিরা নিজেদের নাম নথিভুক্ত করাবেন এই প্রকল্পে তাদের জন্য থাকছে সচিত্র পরিচয়পত্র, সার্টিফিকেট এবং ট্রেনিংয়ের ব্যবস্থা। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।