News update
  • Journos should strengthen themselves to secure rights: Fakhrul     |     
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     

গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-26, 5:57pm

rtetret-502bb325a08d01dc951766df5b0c25b71764158279.jpg




দেশজুড়ে ভূমিকম্পের আশঙ্কার মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন এক গভীর নিম্নচাপ। যা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,বুধবার (২৬ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এর মধ্যেই এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ ‘সিংহ’ এ নামটি প্রস্তাব করেছিল সংযুক্ত আরব আমিরাত।

গত ২২ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে জন্ম নেওয়া নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে বর্তমানে মালাক্কা প্রণালী ও আন্দামান সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি ক্রমাগত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৪ নভেম্বর) নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য আঘাত হানার স্থান এখনো নিশ্চিত নয়, আন্দামান অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। রাজ্যজুড়ে আবহাওয়া স্বাভাবিক থাকবে।দার্জিলিং–ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার প্রবণতা দেখাতে পারে। একই সময়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

দেশের আগামী পাঁচ দিনের আবহাওয়া, সারা দেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বিএমডির সর্বশেষ তথ্য বলছে আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ তৈরি হলে এটি কখন কোথায় আঘাত হানবে সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।