News update
  • UNRWA Report #162 on the Crisis in Gaza and the West Bank     |     
  • The Commission in the Status of Women and Why it Matters     |     
  • RMG worker’s death in Dhaka sparks protests; traffic chaos     |     
  • 8 military establishments renamed, 16 more await name change     |     
  • India wins ICC Champions Trophy for the third time     |     

ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2025-03-10, 7:01am

img_20250310_065946-ca21c4d438fa8ce1b1b29309794510521741568505.jpg




ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে দোকান মালিক নিহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ দাস (৫২) আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে দোকান বন্ধ করার সময় চারজনের ডাকাতদল দোকানে হানা দেয়। এসময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়। যাওয়ার পথে আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণও ঘটায় ডাকাতদল। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়েছিল। তার শরীরে রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেওয়ার সময়েই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। আরটিভি