News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্য: ভাবনা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-02, 6:01pm

rfewrwerewr-d4e2eeb9ed18d516cf6e1888ab8c8e651767355285.jpg

আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্য: ভাবনা। ছবি: ফেসবুক



ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি নৃত্যেও পারদর্শী। সব কিছুই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় শুধু ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ই নয়, এর বাইরে আলোচিত ইস্যু বা ব্যক্তিগত মতামতও জানাতে দেখা যায় তাকে।

এবার এ অভিনেত্রী নতুন বছরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, সত্যিকারের আপজন কারা তাও টের পেয়েছেন।

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা দিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ভাবনা। সেখানে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

যেখানে ভাবনা লেখেন, আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ। ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকররকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার। এই বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেওয়ার প্রয়োজন নেই।

নতুন বছরে নতুন সিদ্ধান্তের কথা স্মরণ করে আশনা হাবিব ভাবনা বলেন, এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে আমি আমাকে সবার আগে রাখব, আমি আর কোনো মিথ্যার সঙ্গে নেই। আমি আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দিব না, যে আপনাকে মূল‍্যায়নই করবে না।

ভাবনার কথায়, আমি আমার ক‍্যারিয়ারে একদম একা একা এই পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট, আমার সাথে হয়ে যাওয়া অন‍্যায় বিক্রি করতে চাই নাই সবার সামনে। আমি অনেক ধৈর্য্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।

কারো অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চান আশনা হাবিব ভাবনা। তিনি বলেন, আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পী জীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো সত্য। আমি সৎ ও সততার সাথে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্যে আমিই যথেষ্ট। কারো অনুগ্রহ আমি চাই না।

দর্শকরাই শক্তি জানিয়ে ভাবনা সবশেষ যোগ করেন, আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্যের সাথে সুন্দরের সাথে।